২৫ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৩৭

তিনটি অবৈধ করাতকল মালিককে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি:

তিনটি অবৈধ করাতকল মালিককে জরিমানা

কুমিল্লার বুড়িচংয়ে লাইসেন্সবিহীন করাতকল চালানোর অভিযোগে তিনটি করাতকল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান।

সূত্র জানায়, বুড়িচং সদরের কলেজ গেইটের কাদের ‘স' মিলের মালিক ফয়েজ আহাম্মেদের করাতকল চালানোর কোন লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জসিম ‘স'মিলেরও এর লাইসেন্স না থাকায় ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে খাজা স'মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বুড়িচং উপজেলা বন কর্মকর্তা জানান, বুড়িচং উপজেলায় মোট ৭৬ টি করাতকল রয়েছে, যার মধ্যে ৫৬টির লাইসেন্স নেই। পর্যায়ক্রমে সকল লাইসেন্স বিহীন ‘স'মিলে অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান জানান- বুড়িচং উপজেলার লাইসেন্স বিহীন সকল করাতকলের মালিকের বিরুদ্ধে আইগত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল লাইসেন্স বিহীন স'মিলে অভিযান পরিচালনা করা হবে।

বিডি প্রতিদিন/মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর