নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মাটি মসজিদের ঈমামকে কুপিয়ে হত্যার দায়ে জহিরুল ইসলামকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় প্রত্যক্ষদর্শী ও ছুরিকাঘাতে আহত হাবিবুরসহ ৬জন আদালতে সাক্ষী দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মৃত সাফর উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানায়, গত ১০ বছর আগে জহিরুল ইসলাম তার স্ত্রীকেও হত্যা করেছিলো।
বিডি প্রতিদিন/হিমেল