২৮ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৪৪

বগুড়ায় শেষ হলো আঞ্চলিক বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় শেষ হলো আঞ্চলিক বিশ্ব ইজতেমা

বগুড়ায় তাবলিগ জামায়াতের তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা দেড়দিনেই শেষ হয়েছে। শুক্রবার আসরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়। 

এর আগে প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার জুমার নামাজের পর ইজতেমা শেষ করতে আয়োজকদের সময় বেঁধে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তাবলিগ জামায়াতের একাংশের আমির মাওলানা সাদ কান্ধলভী সমর্থিত অংশ শহরের ঝোপগাড়ি ইজতেমা ময়দানে বৃহষ্পতিবার থেকে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমার আয়োজন করে। 

কিন্তু মাওলানা সাদ কান্ধলভী বিরোধী হিসেবে পরিচিত জোবায়ের দেওবন্দ কওমিপন্থী তাবলিগ জামায়াতের অন্য একটি অংশ আঞ্চলিক ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। তারা ইজতেমা বন্ধের দাবিতে বৃহস্পতিবার শহরের মারকাজ মসজিদ হিসেবে পরিচিত সুত্রাপুর জামে মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন।

আঞ্চলিক ইজতেমার আয়োজনকে করে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে  ইজতেমা বন্ধ করে দেওয়ার আশ্বাসে জোবায়েরপন্থীরা পূর্বঘোষিত গণজমায়েত কর্মসূচি প্রত্যাহার করে। 

সাদপন্থীদের নেতা শাহিন বলেন, শনিবার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনের আহবানে শুক্রবার আসরের নামাজের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ করতে হয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার জুমার পর  ইজতেমা শেষ করতে বলা হয়েছিল।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর