মুজিববর্ষে নতুন চেতনায় ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশায় শেষ হলো লেখক, পাঠক, দর্শনার্থী, সাংস্কৃতিক কর্মী ও প্রকাশকদের মিলনমেলা। বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা প্রসাশনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বগুড়া বইমেলার শেষ দিনেও ছিল উপচে পড়া ভিড়।
নানা আনন্দ ঘটনার জন্ম দিয়ে আর বিষাদের সুরে আগামী দিনের আহবানে পর্দা নামলো বইমেলার। আর সেই সাথে নতুন আহবানে ভেঙে গেল কবি সাহিত্যিকদের মিলনমেলা।
শনিবার সন্ধ্যায় বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু।
শেষ দিনে বইমেলায় পুন্ড্র সম্মাননা পদক প্রদান করা হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এনামুল হককে। ড. এনামুল হক দেশের সংস্কৃতি বিকাশে ব্যাপক অবদান রেখেছেন। রাজনীতিতে বিশেষ অবদান রাখায় সাবেক এমপি আব্দুল মান্নান পদক তুলে দেওয়া হয় বগুড়া জেলা পরিষদের চেয়াম্যান ডা. মকবুল হোসেনকে। অনুষ্ঠানে তাদের উত্তরীয় পড়ানো হয়। এই ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি সংগঠনকে প্রদান করা হয় সনদপত্র।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনের বইমেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
সঞ্চালনা করেন জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক এস এম বেলাল হোসেন, আলমগীর কবির, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, আব্দুল মোবিন জিন্নাহ, আব্দুল আউয়াল, জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, লায়ন আতিকুর রহমান মিঠু, শ্যামল বিশ্বাস, মির্জা আহসানুল হক দুলাল, দৌলতুজ্জামান দৌলত।
শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বগুড়া শিশু নাট্যদল, বগুড়া পদাতিক, আমরা ক’জন শিল্পী গোষ্ঠি, থিয়েটার আইডিয়া ও সংশপ্তক থিয়েটার। এছাড়া গীতিচর্চা সঙ্গীতালয় আয়োজিত শিশুদের নিয়ে বর্ণমালা লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় শনিবার বিকাল ৫টায় শহরের জলেশ^রীতলায় সংগঠনের কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন পরিচালক তাপসী দে। শিশুদের দুটি শাখায় মোট ৩০টিরও বেশি পুরস্কার প্রদান করা হয়। শিশুদের নিয়ে বর্ণমালা লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল গত ১৪ ফেব্রুয়ারি।
বিডি প্রতিদিন/আল আমীন