পটুয়াখালীতে লঞ্চের দড়ি ছিঁড়ে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা লঞ্চঘাটে ঢাকাগামী বিলাসবহুল এমভি সুন্দরবন-১৪ লঞ্চের দড়ি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় বগা পুলিশ ফাড়ির এক কনস্টেবল ও ৮ বছরের এক শিশুকে তাৎক্ষনিকভাবে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।
জানা গেছে, ঘটনার পর লঞ্চটি দেড় ঘণ্টা আটকিয়ে রাখা হয়। এরপর আহতদের সব ধরনের চিকিৎসা সেবা লঞ্চ কর্তৃপক্ষ বহন করার শর্তে লঞ্চটি রাত ৯টার দিকে বগা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ নামের স্থানীয় বাসিন্দা জানান, ‘দড়িটি ছিঁড়ে গিয়ে পন্টুনে থাকা যাত্রীদের ওপর ছিটকে পড়ে। এ সময় পুলিশ কনস্টেবল আবুল হোসেনসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এদের অনেকেই পায়ে এবং হাতে আঘাত পেয়েছেন।’
লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস মিয়া জানান, ‘সন্ধ্যা সোয়া ৭টার দিকে লঞ্চটি বগা ঘাটে ভিড়ে যাত্রী উঠাতে থাকে। কিছুক্ষণ পর এমভি জামাল-৫ নামের অন্য একটি লঞ্চ যাত্রী উঠানোর জন্য ওই ঘাটে ভিড়ে। এ সময় স্রোতের টানে সুন্দরবন-১৪ লঞ্চের দড়ি আচমকা ছিঁড়ে যায়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর শুনে তাৎক্ষনিকভাবে সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা সেখানে হাজির হয়ে আহতদের বরিশালে পাঠানোর ব্যবস্থা করেন।
তিনি বলেন, ‘যেহেতু এটি একটি অনাকাঙ্ক্ষিত দুঘর্টনা তাই লঞ্চটি না আটকিয়ে যাত্রীদের কথা মাথায় রেখে ছেড়ে দেয়া হয়েছে।’
বিডি প্রতিদিন/হিমেল