কুমিল্লার দেবিদ্বারে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে তার চাচাতো চাচা মো. শামসুল হককে (৩৫) কুমিল্লা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
অভিযুক্ত মো. শামসুল হক উপজেলার গোপালনগর গ্রামের ছোবহান মিয়ার ছেলে। ওই ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী অভিযোগপত্রে উল্লেখ করেন, গত বছরের ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় একই বাড়ির আব্দুল মিয়ার গোসলখানায় তাকে নিয়ে ধর্ষণ করে। তার পেট ব্যথার কারণে জিজ্ঞাসাবাদে সে চাচা মো. শামসুল হককে দেখিয়ে দেয়।
খোঁজ নিয়ে জানা যায়, মো. শামসুল হক পেশায় রাজমিস্ত্রি। বরিশাল, ফরিদপুর, রংপুরসহ যেখানে যান সেখানেই তিনি বিয়ে করেন। বিয়ের পর শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পর অন্যত্র চলে যেত। এ পর্যন্ত তিনি বিয়ে করেছেন আটটি। বর্তমানে দুই স্ত্রী আছে।
রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান জানান, শামসুল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ। প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার অভিভাবকরা বিচারের জন্য এসেছিল। আমি থানা পুলিশের সহযোগিতা নেয়ার কথা বলি।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল