জামালাপুরে গরু চুরিতে বাধা দেওয়ায় শরাফত আলী (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই চোরকে আটক করেছে পুলিশ। নিহত শরাফত আলী সদর উপজেলার ইটাইল ইউনিয়নের রুহিলী বোয়ালমারী গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোরে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের রুহিলী বোয়ালমারীতে শরাফত আলীর বাড়িতে গরু চুরি করতে যায় একদল চোর। এ সময় গরু চোরদের আনাগোনা টের পেয়ে তাদের প্রতিহত করতে গেলে চোরের দল ছুরি দিয়ে শরাফত আলীর পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারিভাবে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে ময়মনসিংহের কুষ্টিয়ারচর গ্রামের কোরবান আলী নামে এক চোরকে আটক করে পুলিশে সোপার্দ করে। বাকি চোররা ঘটনাস্থল থেকে দ্রæত পালিয়ে যায়। আটকৃত চোর কোরবান আলীর দেওয়া তথ্য অনুযায়ী নিহত শরাফতের প্রতিবেশী সুরুজ আলীকে আটক করে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন