করোনাভাইরাসের জেরে এখন মৃত্যুপুরী চীন। সেখানে হাজারে হাজারে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহত হয়েছে। বিশ্ব জুড়ে চলছে করোনাভাইরাস হামলা। এই অবস্থায় প্রবল নিয়ম মেনে জীবাণু প্রতিরোধে চমকের পর চমক দেখাচ্ছে ভুটান।
ভুটানের রাজধানী থিম্পুর রাস্তায় নেমে হ্যান্ড স্য়ানিটাইজার বিলি করতে দেখা গেল ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিংকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে এই জনস্বাস্থ্য কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে হচ্ছে চর্চা।
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, ভাইরাস আতঙ্কে প্রতিবেশি ভারতে ক্রমে যোগান কমছে মাস্ক ও জীবাণু নাশকের। কিছু ক্ষেত্রে হচ্ছে কালোবাজারি। এর প্রভাবে ভুটানেও যোগান কমছে। থিম্পু, পারো, বুমথাং, ফুন্টশোলিং, জেলেফুর মতো শহরের ওষুধের দোকানে বাড়ছে ভিড়।
এই অবস্থায় ভুটানে সরকারি উদ্যোগে শুরু হল জনগণকে জীবাণু নাশক সরবরাহ। সেই কাজে সরাসরি নেমে পড়লেন খোদ প্রধানমন্ত্রী লোটে শেরিং। ভুটান সরকার জানিয়েছে, গত শনিবার পর্যন্ত দেশে কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই। যে সব ভিনদেশি পর্যটকদের দেহে এই ভাইরাস সংক্রমণের সন্দেহ ছিল তারা সবাই নিরাপদ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ