লক্ষ্মীপুরে চুরি ও ছিনতাই হওয়া মালামালসহ আন্তঃজেলা ছিনতাইকারী ও চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল ও ১৭টি মোবাইল সেট ও নাম্বার প্লেট তৈরি করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
সোমবার দুপুরে লক্ষ্মীপুরের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এর আগে তাদেরকে চাঁদপুর ও ফরিদগঞ্জসহ জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোটরসাইকেল চোর চক্রের সদস্য ওমর ফারুক প্রকাশ মিঠু, আজম হোসেন পারভেজ, মো. রাসেল. মো. জিল্লুর রহমান ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় নেয়াজ আলী, রাব্বি ও ইসমাইল।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তজেলা চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা কেউ চুরি করেন, কেউবা চোরাই মালামাল ক্রয় করেন।
গত ১৭ ফেব্রুয়ারি পৌর শহরের সাহাপুর এলাকায় এক আইনজীবীর বাসায় চুরি হয়। এ সময় তার মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা নিয়ে যাওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ চাঁদপুর ও ফরিদগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধারও ৪ জনকে গ্রেফতার করে। এদিকে সম্প্রতি সদরের কাজীর দিঘীর পাড় এলাকায় এক ব্যক্তির মোবাইল ছিনতাই হয়।
পরে পুলিশ ওই মোবাইলটিসহ ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান পুলিশ সুপার। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭টি মোবাইল, মোটরসাইকেলের নাম্বার প্লেট তৈরির সরঞ্জমাদিসহ বেশ কয়েকটি নাম্বার প্লেট উদ্ধার শেষে জব্ধ করা হয় বলে জানান পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/আল আমীন