আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার হোমনায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃপারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের পক্ষে মনোয়ারা বেগম এবং ইউনুছ মিয়া বাদী হয়ে ২১ জনকে আসামি করে হোমনা থানায় দুইটি মামলা করেছেন। পুলিশ উভয় গ্রুপের তিনজনকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠিয়েছে।
আহতরা হলেন- আবদুল হক (৪৫), হুমায়ুন কবীর (৪৫), মোকবল হোসেন (২৫), আবুল বাশার (৫৫), রুজিনা (২৫), হাসান সরকার (২৯), বাশির আহমেদ (৩৭), রুহুল আমিন (১৮), খাইরুল ইসলাম (৫২), মো. সজিব (১৯), সুরিয়া বেগম (৬০), নাসিমা বেগম (৩৫), মো. জাকির হোসেন (৩৬)। রাসেল (২০) এবং সাজেদুলকে (২০) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে শামীম গ্রুপের আব্দুল হককে পায়ের রগ কাটা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আক্তার আলম জানান, মারামারির ঘটনায় আহত হয়ে ১৫ জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে ১২ জনকে ভর্তি রাখা হয়েছে। আবদুল হক নামের রোগীর পায়ের হাড় ভেঙে গেছে এবং রগ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, রবিবার থানায় উভয়পক্ষ দুইটি মামলা দায়ের করেছে। তিনজনকে গ্রেফতার করে সোমবার কোর্টে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার