দিনাজপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার দিনাজপুর শহরের মাতাসাগর এলাকায় রাস্তা পার হবার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. হবিবর রহমান (৫৫) দিনাজপুর সদর উপজলার শেখপুরা ইউনিয়নের মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিউটের একজন কর্মচারী বলে পুলিশ জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের মাতাসাগর এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন হবিবর রহমান। এসময় মোটরসাইকেল চালক সাখাওয়াত হোসেন (২৮) গুরুতর আহত হন। তাকে এলাকাবাসীর সহায়তায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম