‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি’ এই শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মজিবুর রহমান চৌধুরী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এ কে এম মোমিনুল হক, বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে উপস্থিত ছিলেন।
বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম