লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার হায়দরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান হলো শহীদ স্টোরকে (পিয়াজের দোকান) ১০ হাজার টাকা, শরীফ স্টোরকে (পিয়াজের দোকান) ২ হাজার টাকা, মাসুদ স্টোরকে (পিয়াজের দোকান) ১০ হাজার টাকা, নিউ দরবার হোটেলকে ১০ হাজার টাকা, আল-হাবিব এন্টার প্রাইজকে (চালের দোকান) ১০ হাজার টাকা।
এছাড়া উপজেলার উদমারা গ্রামের বিদেশফেরত মো. শহীদ হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালত তাকে সতর্ক করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভোক্তা অধিকার আইন ২০০৯/৩৮ ধারায় পিয়াজের অতিরিক্ত মূল্য রাখায়, হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করায়, চাউলের আড়তে মূল্য তালিকা না থাকায় এসব জরিমানা করা হয়েছে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নির্ধারিত মূল্যে বিক্রি না করার অপরাধে উল্লেখিত ৫ ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৪২ হাজার টাকা ও বিদেশ ফেরত একজন হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানার কারণে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিং এর কর্মসূচির আলোকে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম