চাঁপাইনবাবগঞ্জে দুইজনকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আতব চাল মজুদ রাখার অভিযোগে পৌর এলাকার বড়িপাড়া মহল্লার মাহবুব হোসেন নামে এক মৌসুমী ব্যবসায়ীকে এক লাখ টাকা এবং কোচিং সেন্টার খোলা রাখার দায়ে পৌর এলাকার টিকরামপুরে কনফিডেন্স কোচিং হোমের পরিচালক মাইনুল ইসলামকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার বিকেল ৪টার দিকে এই দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন