২৮ মার্চ, ২০২০ ১৬:৪৫

মাগুরায় করোনা মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম

মাগুরা প্রতিনিধি

মাগুরায় করোনা মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার মাগুরা শহরের সড়কগুলোতে ব্লিচিং পাউডার ছিটানো, বিভিন্ন চায়ের দোকানে লাল ফ্লাগ লাগানো ও বাজার মনিটরিং ও পর্যবেক্ষণ করা হয়েছে। সদর উপজেলা, পৌরসভা ও সেনাবাহিনী যৌথভাবে এটি পরিচালনা করে।

পৌরসভা শহরে জীবাণুমুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মাইকিং, ব্লিচিং মিশ্রিত পানি ছিটানোর পাশাপাশি শহরের মোড়ে মোড়ে সাবান ও পানির ব্যবস্থা করেছে। এ সময় মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার প্রতিটি চায়ের দোকানে লাল ফ্লাগ টানিয়ে দেয়ার ব্যবস্থা করেন। তাদের এ কাজে সহযোগিতা করছেন সেনাবাহিনী, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় শহরের চৌরঙ্গী মোড়ে বক্তব্য রাখেন মেজর মো. রাজু হাসান, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মন্ডল ও পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল।  

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর