২৮ মার্চ, ২০২০ ১৭:৫৯
১০ লাখ টাকা ও ৩৪৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার

যশোরে নিম্নআয়ের মানুষেরা বাইরে বের হতে শুরু করেছেন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে নিম্নআয়ের মানুষেরা বাইরে বের হতে শুরু করেছেন

দুইদিন জনশূন্য থাকলেও আজ শনিবার সকাল থেকেই যশোর শহরে বের হতে শুরু করেছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। তারা বলছেন, কাজ না করলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই বাধ্য হয়েই ঘরের বাইরে বের হতে হয়েছে। 

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যশোরের নিম্নআয়ের মানুষের জন্য ১০ লাখ টাকা ও ৩৪৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। নগদ টাকা দিয়ে ডাল ও আলু কেনা হচ্ছে। এরপর এসব চাল, ডাল ও আলু পৌরসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে একশ’ পরিবার এবং এর বাইরে প্রতিটি ইউনিয়নের একশ’ পরিবারের মাঝে বিতরণ করা হবে। 

এদিকে, করোনাভাইরাসের বিস্তার রোধে আজও জেলার বিভিন্ন স্থানে সেনা, পুলিশ ও র‍্যাবের টহল অব্যাহত রয়েছে। এখনও যারা বিনা কারণে বাড়ির বাইরে ঘোরাফেরা করছেন, তাদেরকে বাড়িতে অবস্থান নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর