৩০ মার্চ, ২০২০ ১০:০৮

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তি উদ্যোগে হতদরিদ্রদের খাদ্য সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তি উদ্যোগে হতদরিদ্রদের খাদ্য সহায়তা প্রদান

করোনাভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের পাশাপশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ঘরমুখো দরিদ্র মানুষকে খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন। 

সোমবার সকালে নিজস্ব উদ্যোগে শহরের স্বরুপনগর, মাঝপাড়া ও সেয়ালা এলাকার ৫’শ দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করেছেন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন। 

অন্যদিকে ৫’শ পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করেন জেলা স্বাচিপ সভাপতি ডা. গোলাম রাব্বানী ও তার স্ত্রী সেলিনা বিশ্বাস। এছাড়াও ডা. গোলাম রাব্বানী জ্বর-সর্দি-কাশিতে আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং তার নিজ এলাকা হরিপুরের দেড়’শ পরিবারকে সঙ্কট কাটিয়ে না ওঠা পর্যন্ত খাদ্য সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। 

অপরদিকে, ৭’শ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন হক অটোরাইস মিলের মালিক মোঃ মোজাম্মেল হক। ১’শ পরিবারকে খাদ্য ও অর্থ সহয়তা প্রদান করেছেন উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন। এছাড়া জেলা মিল মালিক সমিতি জেলা প্রশাসকের কাছে বিনামূল্যে ৫০ মে.টন চাল প্রদান করেছেন দরিদ্র মানুষকে সহায়তা দেয়ার জন্য।

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর