৩১ মার্চ, ২০২০ ২০:৪৬

'স্বপ্ন বুনি'র খাদ্য সামগ্রী বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

'স্বপ্ন বুনি'র খাদ্য সামগ্রী বিতরণ

সামাজিক দায়বদ্ধতা থেকে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন বুনি'র উদ্যোগে দিনাজপুরের খানসামায় ঘরবন্দি কর্মহীন, সুবিধা বঞ্চিত, দরিদ্র একশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার সন্ধ্যায় খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউপির কলোনী পাড়া, গনি পাড়া, পুকুর পাড়া, শেওড়া ফুলি, জোতদার পাড়া ও ঘোন পাড়ায় ‘স্বপ্ন বুনি’র পৃষ্ঠপোষকতায় স্থানীয় যুবক ও ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোস্তাওফিক আহম্মেদ শামীমের সহযোগিতায় ১০০ পরিবারের মাঝে ৫ কেজি চাল, হাফ কেজি ডাল, হাফ লিটার তেল এবং ৬ পিস ডিম বিতরণ করা হয়েছে।

অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন বুনি” গ্রুপের মডারেটর তৌহিদ সেলিম জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমার সহকর্মী আজরাফ খান, রিয়াজ মাহমুদ, নয়ন ও নিউটন মিলে করোনায় কর্মহীন ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর