১ এপ্রিল, ২০২০ ০৫:৫৪

নোয়াখালীতে চলছে সেনাবাহিনীর সচেতনতামূলক কার্যক্রম

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে চলছে সেনাবাহিনীর সচেতনতামূলক কার্যক্রম

নোয়াখালীতে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, অযথা ঘুরাফেরা না করে বাড়িতে অবস্থান করাসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ আর্টিলারি বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আরেফীন পিএসসি, ১৬ ফিন্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্নেল উজ্জ্বল আহমেদ পিএসসি ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। 

দুপুর দেড়টার দিকে জেলা শহর মাইজদীর পৌর বাজার এলাকায় প্রধান সড়কের পাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট দুরত্বের চিহ্ন একে দেওয়া হয়। এসময় শহরে চলাচলকারী গাড়িতে জীবানুনাশক ছিটানো, হ্যান্ড সেনিটাইজার বিতরণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া হ্যান্ড মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে অযথা বাহিরে না থেকে নিজ নিজ ঘরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়। 

প্রতিদিন বিভিন্ন স্থানে এ সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তাগণ। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর