মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন 'উদ্দীপ্ত তারুণ্য’র' উদ্যোগে শহরের ছিন্নমূল মানুষের মাধ্যে খাবার বিতরন হয়েছে। আজ বুধবার শহরের রেলওয়ে স্টেশন ও আশপাশ এলাকা, চৌমুহনা, মৌলভীবাজার সড়ক, হবিগঞ্জ সড়ক নতুন বাজার ঘুরে ঘুরে প্রকৃত অসহায় ৬৫ জন মানুষের হাতে এই খাবার তুলে দেয় হয়।
সংঘটনের সদস্য মো. নুরুজ্জামান বলেন, করোনাভাইরাসের কারনে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই তারা নিজেরা ঘরে রান্না করে দৈনিক ৬০ জন ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন। প্রাথমিকভাবে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খীদের সহায়তা তারা আগামী এক সপ্তাহ এই খাবার বিতরণ করবেন। পরবর্তীতে মানুষের সহযোগিতা পেলে যতদিন দোকানপাট বন্ধ থাকবে ততদিন খাবার বিতরণ করে যাবেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        