৬ এপ্রিল, ২০২০ ১২:৪৭

অবশেষে ত্রাণ সহায়তা পেলেন ভিক্ষুক লালবানু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অবশেষে ত্রাণ সহায়তা পেলেন ভিক্ষুক লালবানু

লালবানু

 

অবশেষে ত্রাণ সহায়তা পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের জোহরপুর গ্রামের অস্থায়ী বাসিন্দা পঞ্চাশোর্ধ লালবানু। 

তিনি গাইবান্ধার বাসিন্দা হলেও নির্মম নিয়তির শিকার হয়ে  প্রায় ৩০বছর ধরে বসবাস করছেন চাঁপাইনবাবগঞ্জের ওই গ্রামে। ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি) না থাকায় জনপ্রতিনিধিদের থেকেও কোনো সাহায্য পাচ্ছিলেন না লালবানু। 

করোনা পরিস্থিতিতে ভিক্ষা করতে না পারায় মেয়ে ও নাতিকে নিয়ে অনাহারে দিন কাটছিল তার। 

এনিয়ে রবিবার বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 

এদিকে, প্রতিবেদনটি প্রকাশ হওয়ার আধাঘণ্টার মধ্যে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিয়ে লালবানুর কাছে ছুটে যান। 

আজ সোমবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, তিনি জোহরপুর গ্রামে গিয়ে ওই নারীর হাতে প্রয়োজনীয় চাল-ডাল, তেল-লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করেছেন। আগামীতেও তাকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর