৬ এপ্রিল, ২০২০ ২০:০২

গাইবান্ধায় ৭০০ পিপিই ও ৫ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ৭০০ পিপিই ও ৫ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ

করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধা সদর হাসপাতাল ও ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি বেসরকারি ক্লিনিকে ৭০০ পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) ও ৫ হাজার সার্জিক্যাল মাস্ক সোমবার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পক্ষ থেকে দেওয়া এসব সামগ্রী গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। এসব ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম তৈরি করেছে দেশের ফ্যাশন হাউজ ‘স্মার্টেক্স বাংলাদেশ’। 

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু প্রমুখ। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর