৬ এপ্রিল, ২০২০ ২০:৩৯

শরীয়তপুরে ৪শ ভিক্ষুকের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে ৪শ ভিক্ষুকের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

শরীয়তপুরে তালিকাভুক্ত ৪শ জন ভিক্ষুকের মাঝে ত্রাণ বিতরণ করলেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। সোমবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে পালং মডেল থানা চত্বরে ত্রাণ বিতরণ করা হয়। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারভীর হায়দার শাওন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মিজানুর রহমান, পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, রেড ক্রিসেন্ট  সোসাইটি জেলা শাখার চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুর মোহাম্মদ কোতোয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জিপি আলমগীর মুন্সী, সদর থানার এসআই রুপকর, এসআই আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, একটি সাবান ও এক কেজি লবণ ।

পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী বাইরে বের হতে না পারায় ভিক্ষা বন্ধ রয়েছে ভিক্ষুকদের। এমন দুর্যোগে ৪শ ভিক্ষককে খাদ্যসামগ্রী দেওয়া হলো। পর্যায়ক্রমে সমাজসেবা তালিকাভুক্ত জেলার আরও সাড়ে ৪শ ভিক্ষককে ঘরে ঘরে খাদ্যসামগ্রী  পৌঁছে দেওয়া হবে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর