৮ এপ্রিল, ২০২০ ২১:৩৫

সুনামগঞ্জে খোলা থাকবে কৃষি যন্ত্রপাতির দোকান

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে খোলা থাকবে কৃষি যন্ত্রপাতির দোকান

হাওরের কৃষকরা যাতে নির্বিঘ্নে বোরো ধান তুলতে পারেন, সেজন্য সুনামগঞ্জ জেলায় কৃষি যন্ত্রপাতি বিক্রয় ও মেরামত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ নিজের ফেসবুক স্ট্যাটাসে এই সিদ্ধান্তের কথা জানান।

বুধবার সকালে কৃষি যন্ত্রপাতির দোকান ও ওয়ার্কশপ চালুর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় জেলা কৃষক লীগ। সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার এই স্মারকলিপি দেন। মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, কৃষকদের সুবিধার্থে এ ব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,  করোনাভাইরাসের প্রভাবে সকল শ্রেণি পেশার লোকজনের ন্যায় হাওরের কৃষক সমাজ চরমভাবে আতঙ্কগ্রস্ত আছেন। কিছুদিন পর সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু হবে। কিন্তু করোনা প্রতিরোধে সকল হাট-বাজারের ওয়ার্কশপ বন্ধ থাকায় কৃষকরা তাদের কৃষি যন্ত্রপাতি মেরামত ও তৈরি করতে পারছেন না। এতে বোরো ফসল তোলায় চরম ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর