১০ এপ্রিল, ২০২০ ২০:৫৩

গোপালগঞ্জ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো নারীর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো নারীর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি

গোপালগঞ্জ থেকে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠানো নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ। গত মঙ্গলবার বিকালে করোনা আক্রান্ত সন্দেহে ওই নারীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় বাংলাদেশ- কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয় এবং রাতে তাকে সেখানে ভর্তি করা হয়। 

সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ আরো জানান, গোপালগঞ্জ থেকে এ পর্যন্ত ৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে টুঙ্গিপাড়ার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় দুই জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

করোনা আক্রান্ত ওই দুইজন বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। শুক্রবার নতুন করে ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর