সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গণমাধ্যম কর্মীদের করোনার টেস্ট করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরার তত্ত্বাবধানে প্রেসক্লাব ভবনে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ক্যামেরা পার্সনদের নমুনা সংগ্রহ করা হয়।
নমুনাগুলো পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে বলে ডা. হীরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম