লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
শিশুটির নাম সাবিহা (০৪)। সে উপজেলার উত্তর কেরোয়া ইউনিয়নের ব্যবসায়ী মো. ইসমাইল মুন্সির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এসময় সবার অগোচরে শিশু সাবিহা তাদের ঘরের পাশে পুকুর ঘাটে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে ঘরের সামনে পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে প্রতিবেশী লোকজন শিশু সাবিহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম