নেত্রকোনার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের চরপাড়া গ্রামে শনিবার মুক্তিযোদ্ধা হাসেম উদ্দিনের (৭২) দাফন সম্পন্ন হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের দাফন ও সৎকার কমিটির আটপাড়া টিম নিজ গ্রামের গোরস্থানে দাফন সম্পন্ন করে।
এর আগে শুক্রবার (৮ মে) রাত আটটার দিকে নারায়ণগঞ্জে ছেলের বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর শনিবার সকালে লাশ নিজ গ্রামে নিয়ে আসা হয়। এ সময় স্থানীয় উপজেলা প্রশাসন গার্ড অব অনার প্রদান করেন।
ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক শফিকুর রহমান সরকার জানান, তার নেতৃত্বে উপজেলা টিম সরকারি নির্দেশে এই দাফনের আয়োজন করে।
মরহুমের পরিবারের সকল সদস্যের করোনা শনাক্ত হওয়ায় তারা কেউ বাড়িতে আসেননি। তারা নারায়ণগঞ্জ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেও তিনি জানান। একজন শুধুমাত্র লাশ নিয়ে বাড়িতে আসেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ