নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, ততদিন বাংলাদেশের একজন মানুষও না খেয়ে থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই, এই বৈশ্বিক মহামারি করোনাভাইরাস কিভাবে মোকাবেলা করা যায়। এ কারণে আজ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনদিন এত সুষ্ঠুভাবে ত্রাণকার্য পরিচালনা করা হয়নি। ত্রাণ বিতরণ অব্যাহত আছে। ত্রাণ নিয়ে কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না।
শনিবার সকাল ১১টায় দিনাজপুর বড় ময়দান হেলিপ্যাড প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফুজ্জামান মিতা, সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমূখ।
এসময় এমপি মনোরঞ্জশীল গোপাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাস্সুম জুঁই, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), জেলা আওয়ামীলীগ ত্রান পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক তৈয়ব উদ্দীন চৌধুরী, সদস্য আবুল কালাম আজাদ, মো. আলাউদ্দীন, এ্যাড. সাইফুল ইসলাম, কামরুল হুদা হেলাল, এ্যাড. হামিদুল ইসলাম, সেলিম আখতার চৌধুরীসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের হাতে ত্রাণের প্যাকেট তুলে দিয়ে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে পাঁচশ’ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
পরে প্রতিমন্ত্রী দিনাজপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের অর্থায়নে কর্মহীন গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল