করোনাভাইরাসের প্রভাবে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুমোদিত তালিকা মোতাবেক খাদ্যসামগ্রী কর্মহীন-অসহায় মানুষের মাঝে বুরো বাংলাদেশ সংস্থার উদ্যোগে শনিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তন সংলগ্ন বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
এ সময় উপস্থিত ছিলেন, বুরো বাংলাদেশ চাঁদপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদত হোসেন, সলের নির্বাহী পরিচালক সেলিম রেজা, চাঁদপুর এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ আফরোজ মিয়া, আঞ্চলিক নিরীক্ষা বিভাগের প্রধান হাফিজুর রহমান ও চাঁদপুর সদর শাখা ব্যবস্থাপক শরিফ মিয়াসহ কর্মকর্তাবৃন্দ।
চাঁদপুর অঞ্চলের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ব্যুরো বাংলাদেশ সারা বাংলাদেশ এ পর্যন্ত ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলায় এই কার্যক্রমের অংশ হিসেবে মোট ৯শ কর্মহীন পরিবারের মাঝে প্যাকেট (১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ৩টি সাবান ও ২টি মাস্ক) বিতরণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন