করোনার কারণে কর্মহীন বাস শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল। শনিবার সকালে হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে দেড় শতাধিক শ্রমিকের মাঝে নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
প্রত্যেক শ্রমিক যাতে অন্তত ১০দিন চলতে পারেন এজন্য নিজ অর্থায়নে চাল, ডাল, তেল, আলু, আটা ও সোলাসহ অন্যান্য খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
ত্রাণ বিতরণকালে শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল উদ্দিনসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম