খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় আলেপ খানকে (৭৫) শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে ছেলে জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে রয়েছে।
খাগড়াছড়ি সদরও থানার ওসি আব্দুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আলেপ খানের মেজ মেয়ে আনোয়ারা খানম তার ভাই জাহাঙ্গীরকে আসামি করে সদর থানায় হত্যা মামলা রুজু করেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক সম্পত্তির বিরোধ ধরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ তা খতিয়ে দেখছে।
বিডি প্রতিদিন/হিমেল