নেত্রকোনার দুর্গাপুরে নিজ বসত ঘরের টিনে বিদ্যুতায়িত হয়ে লিপি আক্তার (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে। ওই মৃত নারী রেজাউল করিমের স্ত্রী।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় ইফতার শেষে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন লিপি। পরিবারের সদস্যদের জন্য ভাত রান্নার চাল সংগ্রহ করতে অপর একটি ঘরে যান। এই সময় বৈদ্যুতিক লিকেজ থেকে পুরো বাড়িতেই টিনের বেড়ায় বিদ্যুৎ ছড়িয়ে যায়। চাল সংগ্রহ করতে করতে টিনে হাত লেগে বিদ্যুতায়িত হন তিনি।
পরে তার চিৎকারে বাড়িরসহ অন্যরা ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার