জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্তে আজ শুক্রবার বৃষ্টি উপেক্ষা করেই ত্রাণ বিতরণ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া উচ্চবিদ্যালয়ের মাঠে ৫০০টি সীমান্তবর্তী কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব নিশ্চত করে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণে ছিলেন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও ইতোপূর্বে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক পাঁচগাও, ধৌবাউরা সীমান্তসহ বিভিন্ন সীমান্ত এলাকায় আরও ১৫০০টি সীমান্তবর্তী হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে বিজিবি’র উপ অধিনায়ক নুরুদ্দীন মাকসুদ কর্তৃক প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ