করোনা মহামারিতে বাগেরহাটে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব মো. মহিবুল হক ও খুলনা বিভাগীয় কমিশনার ড. মু.আনোয়ার হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জে জরুরি খাদ্য সহায়তা, প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেছেন।
করোনায় কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে শনিবার বেলা ১ টার দিকে দৈবজ্ঞহাটি ও কেয়ার বাজার এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল