২৪ মে, ২০২০ ২১:২১

খুলনার উপকূলীয় এলাকায় খাবার পানির তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনার উপকূলীয় এলাকায় খাবার পানির তীব্র সংকট

ঘূর্ণিঝড় আম্ফানে বেড়িবাঁধ ভেঙে খুলনার কয়রা উপজেলার বিস্তির্ণ এলাকা লবণ পানিতে প্লাবিত হয়েছে। এতে মিষ্টি পানির আঁধার পুকুর ও নলকূপগুলো নষ্ট হওয়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। 

কয়রার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান বলেন, উত্তর বেতকাশি, কয়রা সদর, দক্ষিণ বেতকাশি ও মহারাজপুরসহ বিভিন্ন ইউনিয়নে হাজার হাজার মানুষ পানির কষ্টে হাহাকার করছে। যে কয়েকটি উচু নলকূপ লবণ পানির হাত থেকে রক্ষা পেয়েছে সেখানে দূর-দূরান্ত থেকে মানুষজন পানি নিতে আসছে। একই সাথে এখানকার স্যানিটেশন ব্যবস্থাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। 

এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কয়রার কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে লবণাক্ত পানি পরিশোধন করে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি বেসরকারি সংস্থা সুপেয় পানি দিয়ে সরবরাহ করছে। জানা যায়, বেড়িবাঁধ ভেঙে কয়রার চারপাশে শুধু লবন পানি। কিন্তু পিপাসা মেটানোর খাবার পানি নেই। পানি বন্দি মানুষ সুপেয় পানির ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর