২৮ মে, ২০২০ ০২:২১
সংগৃহিত ৪৭টি নমুনা বাতিল

কিশোরগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ৬ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ৬ জন

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২১ মে ১০২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার এমপিএমএল ল্যাব ও আইপিএইচ-এ পাঠানো হয়েছিল। এর মধ্যে ৬ জনের পজিটিভ, ৪৯ জনের নেগেটিভ এবং ৪৭ জনের নমুনা বাতিল হয়েছে। 

বাতিল হওয়া ৪৭ জনের নমুনা তাড়াইল উপজেলার। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদরে ৫ জন ও হোসেনপুরে একজন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯০ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান আজ বুধবার সন্ধ্যার পর এ তথ্য জানিয়েছেন।
 
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, আইসোলেশনে থাকা করোনায় আক্রান্তের সংখ্যা ৯৫ জন। এর মধ্যে হাসপাতালে ৩১ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৬৪ জন। অন্য জেলা থেকে আগত আইসোলেশনে থাকা কোভিড আক্রান্ত ৬ জন এবং আইসোলেশনে থাকা নেগেটিভ রয়েছেন ৬ জন। এছাড়া বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬৩ জন।
 
সিভিল সার্জন আরও জানান, জেলায় গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ জন এবং অদ্যাবধি সুস্থ হয়েছেন ১৮৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।
 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর