২৮ মে, ২০২০ ১০:৪২

নাটোরে পুলিশ সদস্যদের মাঝে নেবুলাইজার বিতরণ

নাটোর প্রতিনিধি

নাটোরে পুলিশ সদস্যদের মাঝে নেবুলাইজার বিতরণ

নাটোরে করোনা যুদ্ধের অন্যতম সৈনিক পুলিশ সদস্যদের নিয়ে  নেবুলাইজার, সাকশান মেশিন, অক্সিজেন সিলিন্ডার, ট্রান্সমিশন সেট বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে শহরের পুলিশ লাইনের দরবার হলে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জেলা সিভিল সার্জন অফিস, সদর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

অনুষ্ঠানে বিভিন্ন সার্কেল এএসপি, সকল থানা, পুলিশ ফাঁড়ির প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে পুলিশ সদস্যদের মাঝে নেবুলাইজার, সাকশান মেশিন, অক্সিজেন সিলিন্ডার, ট্রান্সমিশন সেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, এডিশনাল এসপি আকরামুল ইসলাম, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন ডা. মাহাবুবুর রহমান, ডা. রাজেশ কুমার এবং ডা. মাহাবুব হোসেন। 

পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালে পুলিশ সদস্যদের আরো বেশি কার্যকর ও সময়োপোযোগী করে তৈরি করার বিষয়টি বিবেচনা করে এই কর্মশালার আয়োজন করা হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর