বাগেরহাটের মোরেলগঞ্জে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ওই নারীর ভাই বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এ মামলার আসামি উপজেলা সদরের কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ২ সন্তানের পিতা বাবু শেখকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে।
এ বিষয়ে থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, আজ সকালে আশ্রয়ন প্রকল্পের এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। মামলা রেকর্ড করে আসামিকেও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন