২৮ মে, ২০২০ ১৬:৪৮

মোংলায় আকস্মিক ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বাগেরহাট প্রতিনিধি

মোংলায় আকস্মিক 
ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বাগেরহাটের মোংলা উপজেলার কুমারখালীসহ আশপাশ এলাকায় বুধবার রাতে আকস্মিক ঝড়ে অটো রাইস মিলের চাল, দেয়াল, গোডাউন, কাঠ-টিনের অনেক ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। গত দুদিন ধরে মোংলা বন্দরসহ সংলগ্ন সুন্দরবন উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। আর এ ঝড়-বৃষ্টি আরো দু’একদিন ধরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। বন্দরে অবস্থানরত ৯টি বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ বৈরি আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে জানিয়েছেন বন্দরের হারবার মাস্টার মো. ফকর উদ্দিন।

মোংলা পৌর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী জানান, বুধবার রাতে আকস্মিক ঝড়ে মোংলা পৌরসভার কুমারখালীসহ বিভিন্ন এলাকায় অটো রাইস মিলের চাল, দেয়াল, গোডাউন, কাঠ-টিনের অনেক ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর