২৮ মে, ২০২০ ১৬:৫১

লাকসামে করোনা দুর্যোগে 'ভিক্টোরি অব হিউম্যানিটি'

ফারুক আল শারাহ:

লাকসামে করোনা দুর্যোগে 'ভিক্টোরি অব হিউম্যানিটি'

কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় 'ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন' নামক সংগঠনটি মানুষের আশার প্রদীপ হয়ে এগিয়ে যাচ্ছে। লাকসামে করোনা দুর্যোগে সংগঠনটি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। 

করোনা ভাইরাস বাংলাদেশে আসার পরপরই সংগঠনের স্বেচ্ছাসেবীরা সর্বোচ্চ তৎপরতা নিয়ে এগিয়ে এসেছে। উপজেলার প্রধান প্রধান মোট ১৪টি পয়েন্টে স্থাপন করেছে হ্যান্ডওয়াশিং বেসিন। বাড়িঘর, দোকানপাট, এমনকি যানবাহনেও প্রতিদিন ছিটাচ্ছে জীবাণুনাশক স্প্রে। 

সরকার কর্তৃক কৃষকের ধান কেটে দেওয়ার নির্দেশনা আসার আগেই সংগঠনের সদস্যরা পরিকল্পনা নিয়ে নেমে পড়ে কাজে। কৃষকের পাকা ধান কেটে, একদম বাড়িতে পৌঁছে দিচ্ছে। চালু করেছে হটলাইন সেবা। কল পেলেই ছুটছে কৃষকের মুখে ফসলের হাসি ফোটাতে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর