২৮ মে, ২০২০ ১৬:৫৩

ভাঙ্গনের ঝুঁকিতে পাটুরিয়া ফেরি ঘাট

মানিকগঞ্জ প্রতিনিধি

ভাঙ্গনের ঝুঁকিতে পাটুরিয়া ফেরি ঘাট

হঠাৎ মানিকগঞ্জের পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে ভাঙ্গনের ঝুঁকিতে  পাটুরিয়া ফেরি ঘাট। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের অন্যতম নৌপথ হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ। নদীতে পানি বৃদ্ধি, ঝড়ো বাতাসে সৃষ্ট প্রচন্ড ঢেউয়ে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ব্যাহত হবে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল।  

অপরদিকে আরিচা বন্দর বাজার, পুরাতন ট্রাক টার্মিনাল এবং নিহালপুর-তেওতা রাস্তার পশ্চিম পাশ দিয়েও ব্যাপক  নদী ভাঙ্গন দেখা দিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এসব এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাবার আশংকা করছেন স্থানীয়রা।   

জানা গেছে, অন্যান্য বছর  নদীতে পানি বৃদ্ধি এবং কমার সময় নদীর পাড় এলাকায় ভাঙ্গন শুরু হয়। এবার বর্ষা শুরু হবার আগেই নদীতে হঠাৎ করে পানি বাড়ছে এবং গত কয়েকদিনের ঝড়ো বাতাসের কারণে পদ্মায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গন অব্যাহত থাকলে পাটুরিয়া ঘাট নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, হঠাৎ নদীতে পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া ঘাট এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়া উচিত।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর