২৮ মে, ২০২০ ১৭:৪৯

বগুড়ায় বিষাক্ত মদ পানে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিষাক্ত মদ পানে দুই জনের মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে বিষাক্ত মদ পানে পানে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট বাজারে তারা বিষাক্ত মদ পান করলে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন, ধুনটের ঈশ্বরঘাট গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন ওরফে কসাই (২৮) এবং একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে গাড়ি চালক আব্দুল আলিম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তারা দু’জন ঈশ্বর ঘাট বাজারে এক সাথে রেকটিফাইড স্পিরিট (আরএস) পান করে। এরপর তারা বাসায় ফিরলে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে আল আমিন রাতে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। সে পেশায় মাংস বিক্রেতা। তার অপর সঙ্গী আব্দুল আলিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে ধুনট হাসপাতাল নেয়া হয়। পরে সেখান থেকে রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ৪ টায় মারা যান। সে ঢাকায় গাড়ি চালিয়ে জীবন ধারণ করতো। 

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মদ জাতীয় কিছু পান করে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর