১ জুন, ২০২০ ০০:৩৫

বাগেরহাটে আরও ২ জন করোনা রোগী সনাক্ত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে আরও ২ জন করোনা রোগী সনাক্ত

প্রতীকী ছবি

বাগেরহাট জেলায় আরও দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩০জন করোনা আক্রান্তের মধ্যে দুইজন মারা গেছেন। ৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (৩১ মে) রাতে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। 

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত দুইজনই গত ২৭ মে ঢাকা থেকে নিজ এলাকায় আসার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পর আজ তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে। নতুন করোনা আক্রান্তরা হলেন ফকিরহাট উপজেলার জয়পুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মো. তাওহীদ (৩৭) একই উপজেলার কাঁঠালতলা গ্রামের ওরমুজ মোল্লার ছেলে মো. রাকিবুজ্জামান (৪০)।

তিনি আরও জানান, নতুন আক্রান্ত এ দুইজন পোশাক কর্মী ঢাকা থেকে গত ২৭মে বাড়িতে আসেন। পরের দিন স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়। আজ আইইডিসিআর থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে নতুন করে করোনা আক্রান্ত এ দুইজনের তথ্য জানানো হয়। নতুন করোনা আক্রান্ত দুইজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। রাতেই আক্রন্তদের দুই বাড়ি লকডাউন করা হয়েছে।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর