নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউসুফ হোসেন টুটুলের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ধামনপাড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং নির্যাতিত টুটুলের স্ত্রী।
মানববন্ধনে বক্তারা আ’লীগ নেতা টুটুলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানবন্ধনে বক্তব্য রাখেন আহত টুটুলের স্ত্রী মিনা বেগম, জামিল হায়দার, রিয়াদ আহমেদ, আবু সালেহ মো. শামীম প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ মে রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে টুটুলকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে টুটুলকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এখন তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। পরে টুটুলের স্ত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/আল আমীন