সিলেটের বিশ্বনাথে রহমত আলী (৩৭) নামে এক রাজমিস্ত্রি ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের তাজ আলীর দ্বিতীয় পুত্র।
রহমত আলী দীর্ঘদিন ধরে বিশ্বনাথ নতুন বাজারের খাজাঞ্চী সড়কের আনোয়ার ভিলায় বসবাস করে আসছিলেন। গত সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে সিলেট শহর থেকে উপজেলা শহরে ফেরার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।
এ ঘটনায় নিখোঁজ রাজমিস্ত্রি রহমত আলীর সন্ধান চেয়ে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) থানায় সাধারণ ডায়েরী (নং ৯১) করেছেন তার ছোট ভাই লিয়াকত আলী।
ডায়েরীতে উল্লেখ করা হয়, রহমত আলীর গায়ের রঙ উজ্জল শ্যামলা ও উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি। কথা বলেন সিলেটের আঞ্চলিক ভাষায়। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট। যদি কোন ব্যক্তি তার সন্ধান পান, তাহলে
বিশ্বনাথ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ