নাটোরে নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে একজনকে সনাক্ত করা হয়। বাকি ৬ জনের পজিটিভ রিপোর্ট আছে ঢাকা আইইডিসিআর থেকে। এই সাত জনের মধ্যে ৫ জন বাগাতিপাড়া উপজেলার, একজন নাটোর সদর এবং বাকি একজন গুরুদাসপুর উপজেলার।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে এই সাতজন আক্রান্তসহ জেলায় মোট আক্রান্ত ৭৬ জন। এদের মধ্যে ৩৫ জন হোম আইসলেশানে রয়েছেন। মৃত্যু হয়েছে একজনের। বাকি ৪০ জন সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, আগামীকাল আরো কয়েকজন সুস্থ তালিকায় অন্তর্ভুক্ত হবেন। গতকাল বুধবার গভীররাতে ঢাকা থেকে মেইল পাওয়ায় আজ সকাল থেকে আক্রান্তদের হোম আইসলেশান নিশ্চিত করাসহ তাদের সংপর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ