কুড়িগ্রামের চিলমারীতে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফনে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করে তার স্বজন ও স্থানীয়রা। পরে ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় বৃহস্পতিবার বিকেলে তার লাশ দাফন করা হয়। এ তথ্য নিশ্চিত করেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি তার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন মৃত্যুবরণ করেন। চিলমারী উপজেলা স্বাস্থ্যবিভাগ ও এলাকাবাসীরা জানান, ফকিরেরহাট এলাকার নাসির মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪২) গত এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর ও সর্দি নিয়ে চিলমারীর বাড়িতে আসেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দেশে তিনি হোম কোয়ারেন্টাইনে থাকেন।
এ অবস্থায় বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে তিনি মারা যান। চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আমিনুল ইসলাম জানান, জনবল সংকটের কারণে নমুনা সংগ্রহ করতে দেরি হয়। বৃহস্পতিবার মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, করোনা উপসর্গে মারা যাওয়ার কারণে তার স্বজন বা কেউ দাফনে অংশ নিতে চাননি। পরে পুলিশ, আরএমও এবং আমি নিজে ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় তার লাশ বিকেলে দাফন করার ব্যবস্থা করি।
বিডি প্রতিদিন/আল আমীন