করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে বগুড়া জেলা তাঁতী লীগ। সাধারণ মানুষকে সচেতন করে তুলতে মাইকে প্রচারের পাশাপাশি লিফলেট ও মাস্ক বিতরণ করেন বগুড়া জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাশেকুজ্জামান রাজন।
নিজস্ব উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী বগুড়া শহরের সাতমাথা, মাটিডালি, বারপুর, চারমাথা, তিনমাথা, মেডিকেল, ফুলতলা, খান্দার ও সুত্রাপুরসহ বিভিন্ন জায়গায় ঘুরে লিফলেট ও মাস্ক বিরতণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নুর আলম লিটন, জেলা তাঁতী লীগ নেতা মহিদুল ইসলাম, নাদিম তালুকদার, ইব্রাহীম সেলিম, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক সানেজুল ইসলাম শোভনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন