ঝালকাঠির রাজাপুরে মুখে মাস্ক না পরায় এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে চলাফেরার অভিযোগে ২১ ব্যক্তিকে ২ হাজর ৩শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগড়ি বাজার এলাকায় অভিযান চলিয়ে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার জানান, সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক না পরায় ২১ ব্যক্তিকে জরিমানা করে প্রত্যেকের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন